সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
বাংরাদেশের বৃহত্তম পতিতাপল্লী টানবাজার পতিতালয় উচ্ছেদের পর থেকেই জেলার বিভিন্ন আবাসিক হেটেলে দেহব্যবসা চলে আসছে। পুলিশ প্রশাসনকে মাসোহারা দিয়ে হোটেল মালিকরা আদিম এ ব্যবসা পরিচালনা করে রাতারাতি কোটিপতি বনে যাচ্ছেন। মাসোহারা প্রদানে গড়মিল হলেই পুলিশ নির্দিষ্ট হেটেলে অভিযান চালায়। সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতাল ভবনের ভেতরে পরিচালিত রিভারভিউ আবাসিক হোটেলেও এ ব্যবসা জমজমাটভাবে চলে আসছিলো। পুলিশ গোপন সংবাদে(!) অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উক্ত হোটেলের এক কর্মচারীসহ আটজন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মো. শাহীন (৩০), মো. রাহাদ হোসেন (২৫), মো. শামীম (৪০), মো. নয়ন (২২) এবং মো. রাজন মিয়া (২২)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চললেও ভয়ে বা বিভিন্ন কারণে কেউ সরাসরি প্রতিবাদ জানাতে সাহস পাননি।
তবে পুলিশের এই অভিযানের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে আশা করছেন ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধ হবে।
ওসি শাহীনূর আলম জানান, দীর্ঘদিন ধরে চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সাজেদা হাসপাতাল ভবনকে আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করে সেখানে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভবনের তৃতীয় ও চতুর্থ তলা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটজনকে আটক করে।
তাদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নন-আইআর প্রসিকিউশন নং-১৪২ অনুযায়ী তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।