Logo
HEL [tta_listen_btn]

গত সরকারের ভুলে ঝুঁকিতে অর্থনীতি- মোহাম্মদ হাতেম

নিজস্ব সংবাদদাতা
বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘আগের সরকার ভুল তথ্যের মাধ্যমে অর্থনীতিকে এমনভাবে উপস্থাপন করেছিল, যা আমাদের অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে দিচ্ছে।।’ তার মতে, এই ধরনের সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় দেশের রপ্তানি খাতসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।
ভুল তথ্য ও উপাত্তের ভিত্তিতেই স্বল্পোন্নত দেশ (খউঈ) থেকে বাংলাদেশের উত্তরণের (এৎধফঁধঃরড়হ) সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করে মোহাম্মদ হাতেম অভিযোগ করেন, আগের সরকার দেশের অর্থনীতিকে অতিরঞ্জিত ও ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
শনিবার অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে মোহাম্মদ হাতেম এই দাবি করেন। তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত এমন কিছু তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে যা প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রতিফলিত করে না। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।
মোহাম্মদ হাতেম আরও বলেন, “আগের সরকার ভুল তথ্যের মাধ্যমে অর্থনীতিকে এমনভাবে উপস্থাপন করেছিল, যা আমাদের এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে।” তার মতে, এই ধরনের সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় দেশের রপ্তানি খাতসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সেমিনারে অন্যান্য বক্তারাও এলডিসি উত্তরণের প্রস্তুতির অভাব এবং এর সম্ভাব্য নেতিবাচক দিক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জিএসপি প্লাস-এর মতো নতুন বাণিজ্য সুবিধা না পেলে রপ্তানি খাতে শুল্ক সুবিধা কমে যাবে, যা বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতায় সক্ষমতা হ্রাস করবে। যদিও অনেক বিশ্লেষক মনে করেন, যেহেতু এটি জাতিসংঘের একটি নির্ধারিত প্রক্রিয়া, তাই এলডিসি উত্তরণ ঠেকানো আর সরকারের হাতে নেই। এখন একমাত্র উপায় হলো পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com