Logo
HEL [tta_listen_btn]

পূজা কমিটির সাথে ডিসি’র মতবিনিময়

বন্দর সংবাদদাতা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পূজা আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন এবং দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উপভোগ করতে পারেন সে বিষয়ে পূজা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মন্দিরের পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং পূজা আয়োজকদের ধন্যবাদ জানান। এসময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও তিনি বন্দর থানা, বন্দর উপজেলা পরিষদ, ঢাকেশ্বরী দেব মন্দির ও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়,কুড়িপাড়া ভূমি অফিস পরিদর্শন করেন।
ক্রীড়াসামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় উৎসাহিত করতে দুটি স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (১৫ সেপ্টেম্বর) ২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ঘুরে দেখেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং পড়াশোনায় আরও আগ্রহী হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
জেলা প্রশাসক শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই জোর তাগিদ দেন। তিনি বলেন, শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে মানবিকতার বিকাশ ঘটানোও সমান গুরুত্বপূর্ণ।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসক খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে জেলা প্রশাসক তাদের শারীরিক সুস্থতার খোঁজখবর নেন। তিনি শিশুদের মাঝে জুস ও কেক বিতরণ করেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, নারায়ণগঞ্জে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ফলাফলমুখী শিক্ষার বাইরে মানবিকতার বিকাশে তিনি বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com