Logo
HEL [tta_listen_btn]

অটোচালকদের বাড়াবাড়ি চরমে

নিজস্ব সংবাদদাতা
চরম পর্যায়ে পৌঁচেছে অটোচালকদের বাড়াবাড়ি। তারা কথায় কথায় যানজটনিরসন কর্মীদের গায়ে হাত উঠাচ্ছে। নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে সড়কে কাজকরা শিক্ষার্থী ও যানজট নিরসনকর্মীদের উপর ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চালকদের হামলার অভিযোগ ওঠেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনার পর ইজিবাইক চালকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরোধও করেন রাখেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে, ইজিবাইক চালকরাও তাদের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন। তাদের পাল্টা অভিযোগ, শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীরাও তাদের মারধর করেছেন। বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে নিজ কার্যালয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত আছেন। এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনেও যানজট নিরসনের দায়িত্বে থাকা যানজট নিরসন কর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন ইজিবাইক চালকরা।
তদন্তের পর ব্যবস্থা: ডিসি
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “যারা অহত হয়েছেন তাদের সকলের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে ক্ষয়-ক্ষতির অভিযোগ রয়েছে সেই বিষয়েও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এবং সেই কমিটির তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণ ও ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থী ও ইজিবাইক চালকদের পাল্টাপাল্টি হামলার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয়পক্ষ ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “কোন তৃতীয়পক্ষের ইঙ্গিতে চাষাঢ়া মোড় থেকে এখানে (ডিসি অফিস) এসে রাস্তা বন্ধ করতে হলো, আমরা এটি খতিয়ে দেখবো। কেন এই ঘটনা ঘটানো হলো তাও বের করা হবে। এবং কেন ১১টার ঘটনা আমাদেরকে অবগত না করে রাস্তা বন্ধ করে দেওয়া হলো, এটি তদন্তের মাধ্যমে বের করবে আইন-শৃঙ্খলা বাহিনী।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের ছাত্র ভাইয়েরা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আজকে এ ধরনের হাতাহাতি হতে পারে আমাদের ধারণা ছিল না। ছাত্র ভাইদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমাদের যে, জনবল রয়েছে সেই জনবল দিয়ে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। সেজন্য আপনাদের সহযোগিতা নেওয়া হচ্ছে। আপনি দায়িত্বের জায়গা থেকে যতটুকু প্রয়োজন করবেন। কিন্তু গাড়ির গ্লাস ভাঙ্গা বা কারও গায়ে হাত দিবেন না। স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন এটা আপনাদের সঙ্গে যায় না।”
ডিসি আরও বলেন, “আমরা আপনাদের জন্য দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং পরিচয়পত্র প্রদান করা হবে। তবে মনে রাখতে হবে যে রিকশা, সিএনজি ও অটো চালকেরাও মানুষ। তাদের সাথে কোন খারাপ আচরণ করা যাবে না। এবং আপনারা আইন হাতে তুলে নিবেন না।”
ইজিবাইক চালকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কখনও আপনাদের ওপর কঠোর হইনি, এবং হতেও চাই না। আপনারা দেশের নাগরিক, বৈধভাবে থাকবেন। কিন্তু আমাদের শহর ও সকল মানুষের স্বার্থে আমরা যে আইন করেছি সেটি আপনাদেরকে মানতে হবে। আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না। এবং আমরা আগে যেভাবে সিদ্ধান্ত দিয়েছিলাম, সেখানে সাইনবোর্ড দিয়ে দেওয়া হবে। এবং এর বাহিরে কেউ যেতে পারবেন না।”
জেলা প্রশাসক আরও বলেন, “কিছু হলে আপনারা ১০ থেকে ২০ জন জড়ো হয়ে একজনের ওপর আঘাত করবেন, এবং আর এক গ্রুপ আপনাদের ওপর আঘাত করবে। এসব বন্ধ করতে হবে। এবং অভিযোগ উঠেছে যে, অটোতে দেশীয় অস্ত্র থাকে, এটি আর শুনতে চাই না।”
গাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূর কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাইমা ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগরের সাবেক আহ্বায়ক মাহফুজ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com