আড়াইহাজার সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় ১০ লাখ টাকা চাঁদার দাবীতে হামলা ও লুটপাটের ঘটনায় গুরুতর আহত ভিকটিম রিপন (৫০) দীর্ঘ১ মাস ২২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মারা গেছেন। এর আগে গত ২৪ জুলাই রাতে স্থানীয় আউয়াল গং তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে তা না পেয়ে তার বাড়ী ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় এবং রিপনকে মারপিট করে তার হাড়গোড় ভেঙ্গে দেয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তার স্ত্রী নুরজাহার (৪৫) এর উপর দৈহিক নির্যাতন চালায়। এর পর থেকে রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি খালিয়ারচর গ্রামের মৃত রোশন আলীর পুত্র। এ ব্যাপারে ঘটনার কয়েক দিন পর রিপনের স্ত্রী নুরজাহার বাদী হয়ে ২৯ জনকে নামীয় আসামি করে একটি অভিযোগ লিখে বাহক হিসেবে নিহত রিপনের ভাতিজা ফকির জহির রহমানকে দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। ফকির জহির রহমান জানান অভিযোগে আসামির সংখ্যা বেশি থাকার কারনে থানার ওসি খন্দকার নাসির উদ্দিন মামলাটি রেকর্ড করতে অনীহা প্রকাশ করেন। পরে সোমবার রাতে (১৫ সেপ্টেম্বর) অভিযোগে আসামির সংখ্যা কমিয়ে ১৭ জনকে নামীয় আসামি করে নুরজাহান বাদী হয়ে পুনরায় থানায় একটি এজাহার দিলে (১৬ সেপ্টেম্বর) বুধবার রিপন হাসপাতালে মারা গেছে বলে এলাকায় গুঞ্জন শুরু হলে পুলিশ তড়িঘড়ি করে মামলাটি রেকর্ড করেন। থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, পূর্বে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি মঙ্গলবার রাতে এজাহার পাওয়ার পর সার্ভার খারাপ থাকার কারণে বুধবার মামলাটি রেকর্ড করা হয় এজাহার সূত্রে জানা যায় যে, একই এলাকার আউয়াল, সেন্টু, পিয়ার আলী, রিজভী, কবির, ফারদিন, আমজাত হোসেন, তোফাজ্জল, ইদ্রিছ আলী, সোহাগ, জোহর মিয়াসহ আরো ২০/৩০ জন এর আগে রিপনের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দেয়ার জন্য নিধার্রিত সময় বেঁধে দেয়। সময় মত চাঁদার টাকা না পেয়ে আউয়ালগং নানা প্রকার দেশীয় ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ২৪ জুলাই রাতে রিপনের বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা রিপনকে মেরে হাড়গোড় ভেঙ্গে দেয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তার স্ত্রী নুরজাহানের উপর দৈহিক নির্যাতন চালায়। হামলায় গুরুতর আহত রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ১ মাস ২২দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদার দাবীতে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এর পর চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যুর খবর পাই। মামলার সাথে হত্যার ধারা সংযোজন করা হবে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।