Logo
HEL [tta_listen_btn]

পূজা মণ্ডপে এনসিসি’র চেক প্রদান

নিজস্ব সংবাদদাতা
সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপকে আর্থিক উপহার হিসেবে ৭ হাজার ৫’শ টাকা প্রদান করা হয়েছে। এবছর মোট ৫২টি পূজা মণ্ডপে এই আর্থিক অনুদান দেওয়া হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগর ভবনের ৫ম তলার সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত প্রশাসক ড. আবু নছর মোঃ আবদুল্লাহ পূজা আয়োজকদের হাতে চেক তুলে দেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পূজা আয়োজকরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক ড. আবু নছর মোঃ আবদুল্লাহ বলেন, “পূজা আয়োজনে সিটি কর্পোরেশন সামর্থ অনুযায়ী আপনাদের পাশে থাকবে। আগামীতে এই উপহারের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, পূজা মণ্ডপের আশপাশের ছোটখাট ভাঙা রাস্তা বা ড্রেন দ্রুত মেরামত করা হবে এবং ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com