Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে বিএনপি’র মশকনিধন

সোনারগাঁ সংবাদদাতা
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের পাশে থাকার অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশক নিধন স্প্রে ও বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তা, ড্রেন ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ হান্নান বেপারী বলেন, “বর্তমানে ঘন ঘন বৃষ্টির কারণে ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা জনগণের পাশে থেকে নিজস্ব উদ্যোগে ও দলের সহযোগিতায় মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পুরো সোনারগাঁ উপজেলায় এ কার্যক্রম চলবে।”
তিনি আরও বলেন, “আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। জনগণই আমাদের শক্তি, তাদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।”
কর্মসূচিতে উপজেলা বিএনপি নেতা শাহানুর, হাসান বশরী, দুলাল মিয়া, রিপন বেপারী, আলিনুর বেপারী, জয়নাল আবেদীন, আরিফ বেপারী, নুরে আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বিএনপির এই উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। তারা ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com