Logo
HEL [tta_listen_btn]

১৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮ নং ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বলেন, “জনগণের সামনে নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে কিছু অঙ্গিকারে আবদ্ধ হচ্ছি। এই অঙ্গিকার ৩১ দফার মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এটি শেখ হাসিনার আমলে প্রণয়ন করা হয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে শেখ হাসিনার পতনের পর আমরা এই ৩১ দফা সম্পর্কে সারা দেশের মানুষকে সচেতন করার জন্য শহরের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও মহল্লায় লিফলেট বিতরণ করছি।”
তিনি আরও বলেন, “বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বিচার ব্যবস্থাকে দক্ষ ও বিশ্বস্ত করে গড়ে তোলা এবং নারীদের ক্ষমতায়নসহ দেশের সমৃদ্ধি নিশ্চিত করব। আমরা জনগণের বন্ধু হিসেবে তাদের পাশে থেকে নারায়ণগঞ্জকে সুন্দর নগরীতে পরিণত করব।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আরিফ এবং সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজালাল সরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com