নিজস্ব সংবাদদাতা
রোববার (১২ অক্টোবর) বেলা ১১ টায় শহরের ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন।
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম নিজের মেয়েকে প্রথম টিকা প্রদান করে অভিভাবকদের মধ্যে থাকা টিকাভীতি দূর করেন।
এ সময় জাকির হোসেন বলেন, “আমরা ২ লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছি। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। এই টিকা যেমন নিরাপদ, তেমনি শিশুদের টাইফয়েড ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে। অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে পারবো।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সালিনা এ চৌধুরী, ইপিআই কর্মকর্তা নাসির হোসেন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।