Logo
HEL [tta_listen_btn]

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ৫ উপজেলায় ৫ লাখ শিশুকে ১৮ কর্মদিবসের মধ্যে টিকা দেয়া হবে/কিকঅফ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে শহরের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু-কিশোররা এই টিকা পাবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয়, তাহলে সেই দায় আমাদের নিতে হবে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মই দেশ পরিচালনা করবে, তারা যেন কোনো রোগে আক্রান্ত হয়ে সমাজের বোঝা না হয়ে দাঁড়ায়, সে জন্য প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় মোট ৫ লাখ ১ হাজার ৭২১ জন শিশুকে ১৮ কর্মদিবসের মধ্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকা এ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com