নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে যান এবং স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, “আজ আমরা যে স্মারকলিপি দিচ্ছি, তা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই। এই ৫ দফা শুধু জামায়াতে ইসলামীর নয়- এটি সমগ্র জনগণের দাবি। জুলাই সনদের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “একসময় জামায়াতে ইসলামীই প্রথম কেয়ারটেকার পদ্ধতির দাবি তোলে, যাতে নিরপেক্ষভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়। দেশের স্বার্থে সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ইকবাল হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা, জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।