Logo
HEL [tta_listen_btn]

নগরীতে বাবুলের পক্ষে লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা
গতকাল রোববার (২ নভেম্বর) বিকেলে মণ্ডলপাড়া মোড় হতে শুরু করে নগরীর ১৪ ও ১৬ নং ওয়ার্ডে গণসংযোগে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব অংশ নেন।
এসময় হাবিবুর রহমান হাবিব বলেন, বাবুল ভাই আমাকে নিয়ে এসেছেন, বাবুল ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আমি এখানে এসেছি, বিএনপি ক্ষমতায় এলে নারায়ণগঞ্জে অতীতে যে নির্যাতন হয়েছে, যে খাল দখল, ভূমি দখল, জমি দখল হয়েছে, সেগুলো রক্ষা করা হবে। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়বো। আপনারা সকলে জনগণের ধারে ধারে যাবেন, বাবুল ভাইয়ের পক্ষে থাকবেন। ধানের শীষে ভোট চাইবেন। দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, এতে করে শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে যাচ্ছে তা পুনরুদ্ধার করতে হবে। শিক্ষা খাতকে আরো শক্তিশালী করতে হবে। শিক্ষার প্রতি সবার নজর দেওয়া দরকার। সময় স্বল্পতার কারণে আমি সময় দিতে পারছি না, তবে আমি কথা দিচ্ছি আমি নিশ্চয়ই একদিন বাবুল ভাইয়ের প্রচারণায় সারাদিন আপনাদের সাথে থাকব।
এসময় শুভেচ্ছা বিনিময়ে মানুষের ঢল নামে। বিভিন্ন এলাকার স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন এই পথসভা ও লিফলেট বিতরণে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ফকরুল ইসলাম মজনু, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সাব্বির আহমেদ শহীদ, সিকদার বাপ্পি চিস্তী, মাইনুল হক শাকিল, মোঃ হান্নান, মাসুদ খান পরশ, মহসিন, মোঃ ইফাত, মিলন, ইমরান, জাকির, রিহান, ১৭ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জিসান সুরাইয়া, ২২ নং ওয়ার্ড বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া বশরিসহ আরও অনেকে ।
গণসংযোগটি মন্ডলপাড়া থেকে শুরু হয়ে জল্লারপাড়, ১ নং বাবুরাইল, বেপারী পাড়া, মোবারক শাহ রোড, পশ্চিম দেওভোগ, আলী আহাম্মদ চুনকা সড়ক, লক্ষ্মী নারায়ন আখড়া, ভূইয়ারবাগ এলাকায় গিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাইকে, যিনি আজকে আমাদের মাঝে এত ব্যাস্ততার মাঝেও উপস্থিত হয়েছেন। আমরা তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে অবশ্যই আমরা তা বাস্তবায়ন করতে পারব বলে আমি আশা রাখি।
সবশেষে তিনি সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com