বিশেষ সংবাদদাতা
মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় লৌহজং সরকারি কলেজ মাঠে যুবর্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী ড. আসাদুজ্জামান রিপন।
সমাবেশে ড. রিপন বলেন, “এই সমাজে মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না। মাদককে ‘না’ বলুন, সন্ত্রাসকে ‘না’ বলুন, চাঁদাবাজিকে ‘না’ বলুন।” তিনি অভিযোগ করেন, লৌহজংয়ের ১৫টি ইউনিয়নের মধ্যে এখন ১০টি রয়েছে। বালু মাফিয়ারা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে নদীভাঙন সৃষ্টি করেছে। “এখনই সময় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার, নইলে শুধু লৌহজং নয়, টঙ্গীবাড়ীসহ আশপাশের জনপদও বিপদে পড়বে,” যোগ করেন তিনি।
জাতীয় রাজনীতির প্রসঙ্গ তুলে ড. রিপন বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার দেশের লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বিদেশে অগণিত টাকার পাহাড় রয়েছে, অথচ দেশের ব্যাংকগুলোতে টাকা তুলতে গেলেও পাওয়া যায় না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, “শেখ হাসিনাকে ভারতে আপ্যায়ন না করে জনগণের মুখোমুখি হতে দিন বাংলাদেশের মানুষই তার প্রকৃত মূল্যায়ন করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির মাসুদ খান পারভেজ; সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শাহ-আলম হোসেন রনি, সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লৌহজং থানার মোশারফ হোসেন নসু, সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লৌহজং থানার সোলায়মান তপু, সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থানা কমিটির দেওয়ান আল-আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সিগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান।
র্যালি ও সমাবেশ শেষে নেতারা লৌহজং ও টঙ্গীবাড়ী অঞ্চলের তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।