Logo
HEL [tta_listen_btn]

এনইউজে কার্যালয়ে দোয়া মাহফিল সাংবাদিক শিপন ও শাওনের মায়ের রুহের মাগফিরাত কামনা/কিকঅফ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদ্যপ্রয়াত সদস্য শিপন আহমেদ এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন-এর আম্মা মৌলুদা খান মজলিস-এর আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) কার্যালয়ে বাদ মাগরিব এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে ইউনিয়ন কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়। শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক এড. মাহবুবুর রহমান মাসুম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ট্রেজারার আনিসুর রহমান জুয়েল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত, নাগরিক টিভির জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, দৈনিক সংবাদচর্চার নিবার্হী সম্পাদক ও ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, নিউজ নারায়ণগঞ্জ’র নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, দৈনিক উজ্জিবীত বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম, ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়, পাপ্পু ভট্টাচার্য, লাইভ নারায়ণগঞ্জের স্টাফ করেসপডেন্ট এসএম সামিতুল হাসান নিরাক, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির সদস্য আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com