Logo
HEL [tta_listen_btn]

নিহত আজাদের পরিবারকে অনুদান

নিজস্ব সংবাদদাতা
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ-এর পরিবারকে শোক- সমবেদনা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান করেছেন।
সোমবার (৩ নভেম্বর ) সন্ধ্যায় নিহত আবুল কালাম আজাদ-এর নারায়ণগঞ্জের বাড়িতে জামায়াতের পক্ষ থেকে প্রতিনিধি দল উপস্থিত হয়।
নিহত আজাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারের ওপর যে চরম দুর্ভোগ নেমে এসেছে, সেই কঠিন সময়ে সামান্য সাহায্য হিসেবে জামায়াতের পক্ষ থেকে এই আর্থিক অনুদান দেওয়া হয়।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন,মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাংগঠনিক উত্তর থানা আমীর আবুল কালাম আজাদ সহ জামায়াতে ইসলামীর অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, “এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহত ভাই আবুল কালাম আজাদ-এর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই আর্থিক সহায়তা হয়তো তাদের ক্ষতি পূরণ করতে পারবে না, কিন্তু এটি তাদের প্রতি আমাদের মানবিক সংহতি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণকাজে এমন চরম দায়িত্বহীনতা অপ্রত্যাশিত। আমরা সরকারের প্রতি পুনরায় জোর দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং তাদের একজন সদস্যকে স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com