নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসন বাদ রেখে চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে সারাদেশে ২৩২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসন রয়েছে। তবে, নারায়ণগঞ্জ-৪ আসনটি এখনো ফাঁকা রেখেছে দলটি। ধারণা করা হচ্ছে, এ আসনটিতে গতবারের মতো জোটের প্রার্থী ছাড় পাবেন।
বিএনপি ঘোষিত প্রার্থী অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫ মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।