Logo
HEL [tta_listen_btn]

বন্দরে মতবিনিময় সভায় এমপি সেলিম ওসমান- ফুলের দেশের মানুষ বন্দরবাসী

বন্দরে মতবিনিময় সভায় এমপি সেলিম ওসমান- ফুলের দেশের মানুষ বন্দরবাসী

বন্দরসংবাদদাতা:
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সেলিমওসমান বলেছেন, বন্দরবাসী ফুলের দেশের মানুষ। আজকের মতবিনিময় সভায় উপস্থিত আছেন বিশেষ ব্যক্তি যিনি আমার পিতার সাথে রাজনীতি করেছেন। তিনি হলেন আমার প্রিয় রশীদ ভাই। তিনি নাআসলে আমি হয়তোবা বক্তব্য দিতামনা। তিনি এসে আমাকে শক্তি জুগিয়েছেন।  শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়ন শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মতবিনিময় জনসভার রূপধারণ করেছে। এখনও এ সময় আসেনি এত বড় জমায়েত করা। তবে আমি বন্দরে প্রবেশ করে বুঝতে পেরেছি। এখানে আমার অনেক ভালোবাসার মানুষ থাকবে। আপনারা ফুলের দেশের মানুষ। আপনারা ভাগ্যবান এখানে শীতলক্ষা সেতুনির্মাণ হচ্ছে। শান্তির চরেই পিজেড নির্মাণ করা হলেএখানকার জায়গা জমির দাম অনেকাংশ বৃদ্ধি পাওয়া সহ বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। অনেকে মনেকরেছেন আজ আমি এখানে নির্বাচনের কথা বলব। আমি এখানে নির্বাচনের কথা বলতেআসিনি। আমি এখানে এসেছি উন্নয়নের কথা বলতে এবং কিকি উন্নয়নের প্রয়োজন তাজনগনের কাছ থেকে শুনতে। জাহের ভাই আজ আমাদের মাঝে তিনি নেই। তিনি বেঁচে থাকলে আজ এই অনুষ্ঠানের সকল আয়োজন তিনি নিজহাতেই করতেন। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম. এ রশীদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সানাউল্ল্যাহসানু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান মহিলা ভাইস-চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা প্রমুখ।মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন মহানগর জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর আফজাল হোসেন, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সির সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম. এ সালাম,মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদ হোসেন ও ধামগড়ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মাছুমআহমেদ সহ স্থানীয় মহাজোটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com