যথাবিহিত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ জয়নাল আবেদীন। এই মর্মে লিখিত প্রতিবাদ জানাচ্ছি যে, গত কয়েকদিন যাবৎ কয়েকটি জাতীয় দৈনিক ও লোকাল পত্রিকায় এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘কালাপাহাড়িয়ায় সন্ত্রাসের জনপদ’ সহ বিভিন্ন শিরোনামে আমার বিরুদ্ধে সংবাদ ছাপানো হয়েছে। এতে আমার বাহিনী আছে এবং আমার বিরুদ্ধে মাছের ঘের দখল, নদী পথে চাঁদা আদায় সহ বিভিন্ন অপকর্মের কথা লেখা হয়েছে। এমনকি রাজনৈতিক ছত্রছায়ায় আমি নাকি আমার বাহিনী দিয়ে এসব কার্যকলাপ করে আসছি যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো দিন কোনো প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করিনি এবং আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারে আমার জন্ম এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে আওয়ামীলীগ কর্মী হিসেবে এলাকায় সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছি। উল্লেখ্য যে, আমার জ্যাঠা প্রয়াত এ.কে.এম ফজলুল হক চেয়ারম্যান সাহেব ও তাঁর সুযোগ্য পুত্র এ.কে.এম ফাইজুল হক ডালিম ভাই ইউপি চেয়ারম্যান প্রার্থী বিধায় আমাকে রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য মূলক সংবাদ প্রচার করা হয়েছে। কে বা কারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের রিপোর্ট ছাপিয়েছে। আমি এসব ভিত্তিহীন রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
জয়নাল আবেদীন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।