Logo
HEL [tta_listen_btn]

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাসদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা
গতকাল ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, বিকাল ৫টায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটস্থ রহমতুল্লাহ ইনস্টিটিউট পার্কে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন: বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ বক্তব্য রাখেন জামাল হোসেন, সভাপতি, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা এস এম কাদির, সাধারণ সম্পাদক, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা প্রদীপ সরকার, জেলা আহ্বায়ক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মুন্নি সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি ও ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের অন্যতম নেত্রী ফয়সাল আহমেদ রাতুল, সাধারণ সম্পাদক, ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলন।
সমাবেশে লিফলেটের আলোকে মূল দাবিগুলো তুলে ধরা হয়। গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করতে হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্র্বতীকালীন জাতীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাস, খুন-ধর্ষণ, নারী নির্যাতন, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে। চট্টগ্রাম বন্দর ইজারা, রামপাল, রূপপুরসহ বিদেশি আগ্রাসনের সকল চুক্তি বাতিল করতে হবে। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সংগ্রামকে আরও জোরদার করতে হবে।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, দমন-পীড়ন, জনগণের ভোটাধিকার হরণ, জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা এবং জনগণের ওপর শোষণের বিরুদ্ধে দেশের শ্রমজীবী, ছাত্র, নারী, কৃষকসহ সর্বস্তরের মানুষ আজ বিক্ষুব্ধ। ২০২৪ সালের ২৪ জুলাই শুরু হওয়া গণঅভ্যুত্থান ছিল সেই ক্ষোভের বিস্ফোরণ। আজ এক বছর পরও জনগণের সেই ক্ষোভ বিদ্যমান। বক্তারা আরও বলেন, এই আন্দোলনের ধারাকে ধারাবাহিকভাবে বিস্তৃত করে আগামী দিনের বৃহত্তর বাম গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলে দেশব্যাপী গণআন্দোলন জোরদার করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল ২নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন মোড় ঘুরে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com