Logo
শিরোনাম
মানসিক ভারসাম্যহীন ইউসুফ নিখোঁজ সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২ বন্দরে মহাসড়কে চলন্ত সিএনজিতে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গড়তে নোয়াগাঁয়ে মহিলা দলের সম্প্রীতি সমাবেশ ডিসির হস্তক্ষেপে না’গঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসুল্লিদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান কাদিয়ানী অমুসলিম ঘোষণা দাবিতে ডিআইটিতে গণসমাবেশ অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়ন না হলে দেশ পুনর্গঠন হবে না : বাবুল শ্রমিক নেতা জাহাঙ্গীর চিকুনগুনিয়ায় আক্রান্ত সকলের দোয়া কামনা বিএনপি রাষ্ট্রের শাসক হতে চায় না, সেবক হতে চায় : খোরশেদ বিএনপি নেতা কবির হোসেনের মায়ের ইন্তেকালে মামুন মাহমুদের শোক
HEL [tta_listen_btn]

রাস্তায় নির্মিত বিল্ডিং অপসারণ

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারের গোপালদী পৌরসভার ৬নং ওয়ার্ডের টোকসাদী এলাকা থেকে গোপালদী কলেজপাড়া কলেজ পর্যন্ত সরকারি রাস্তার ওপর অবৈধভাবে নির্মাণ করা একটি বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোপালদী পৌর প্রশাসক নঈম উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, মোকাররম গং গত তিনদিন ধরে রাস্তা মাঝ বরাবর কেটে এই অবৈধ নির্মাণ কাজ চালিয়ে আসছিলেন। টোকসাদী থেকে গোপালদী কলেজ পর্যন্ত এই রাস্তা ২০১৭-১৮ সালে গোপালদী পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয়েছিল। সরকারি এই রাস্তা এলাকার জনসাধারণের চলাচল ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিযানকালে পুলিশ এবং গোপালদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন। নির্মাণাধীন পিলার ভেঙে ফেলা হয়, রাস্তা পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং রাস্তার ওপর ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। এছাড়া বিল্ডিং নির্মাণের সকল মালামাল জব্দ করা হয়।
স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। একজন বাসিন্দা তানভির আহমেদ বলেন, “রাস্তা বন্ধ থাকায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সমস্যা হতো। প্রশাসনের এই কাজের ফলে আমরা স্বস্তি বোধ করছি।”
সহকারী কমিশনার (ভুমি) নঈম উদ্দিন জানান, সরকারি রাস্তার ওপর কোনো প্রকার অবৈধ নির্মাণ সহ্য করা হবে না এবং নিয়মিত মনিটরিং চালিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com