Logo
HEL [tta_listen_btn]

নবাগত অতিরিক্ত এসপি ইমরানকে ফুল দিয়ে বরণ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) হিসেবে যোগদান করেছেন মোঃ ইমরান আহম্মেদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে তিনি উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস, ইউনিভার্সিটি অব গ্লাসগো, স্কটল্যান্ড থেকে এমএসসি এবং ইউএসএ থেকে এমবিএ ইন স্ট্রাটেজিক লিডারশীপ ডিগ্রী অর্জন করেন।
অত্র জেলায় যোগদানের পূর্বে তিনি ঝালকাঠী জেলা পুলিশ, বিএমপি, বরিশাল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুর এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com