Logo
HEL [tta_listen_btn]

বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা
২০২৫-২৬ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমে সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজি (ইনব্রিড-হাইব্রিড) বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ রুপালী খাতুন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন প্রমূখ।
সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত জানান,কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৬০ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য বসতবাড়িতে চাষযোগ্য বিঘাপ্রতি বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
এছাড়া একই কর্মসূচির আওতায় উপজেলায় মাঠে চাষযোগ্য শাক-সবজির বীজ বাবদ প্রতি ২০ শতাংশ জমির উপকরণ সহায়তায় বাবদ ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com