Logo
শিরোনাম
মানসিক ভারসাম্যহীন ইউসুফ নিখোঁজ সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২ বন্দরে মহাসড়কে চলন্ত সিএনজিতে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গড়তে নোয়াগাঁয়ে মহিলা দলের সম্প্রীতি সমাবেশ ডিসির হস্তক্ষেপে না’গঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসুল্লিদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান কাদিয়ানী অমুসলিম ঘোষণা দাবিতে ডিআইটিতে গণসমাবেশ অনুষ্ঠিত ৩১ দফা বাস্তবায়ন না হলে দেশ পুনর্গঠন হবে না : বাবুল শ্রমিক নেতা জাহাঙ্গীর চিকুনগুনিয়ায় আক্রান্ত সকলের দোয়া কামনা বিএনপি রাষ্ট্রের শাসক হতে চায় না, সেবক হতে চায় : খোরশেদ বিএনপি নেতা কবির হোসেনের মায়ের ইন্তেকালে মামুন মাহমুদের শোক
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে আ’লীগ নেতার হামলায় জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আহত

রুপগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তার ভাড়াটিয়া লোকজন । বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ২৪ অক্টোবর সকালে আহত আরেক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
হামলার শিকার আরিফ মিয়া বলেন, ইটভাটায় লালমাটি সরবরাহ ব্যবসায়ী কাজে দ্বন্দ্বের জেরে আমার নিযুক্ত ট্রাক চালকদের উপর হামলা করে নগদ টাকাসহ মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনার কারন জানতে চাইলে দাউদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির ও তার ছেলে রাকিবসহ ভাড়াটিয়া সন্ত্রাসী আশরাফুল, ইয়াছিন, সাইদুলসহ ৭/৮ জন অজ্ঞাতরা আমার উপর হামলা করে এলোপাতাড়ি পিটিয়ে ও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে । আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।
এদিকে অভিযুক্ত কবিরের সাথে যোগাযোগ করলে হামলা প্রসঙ্গে তিনি বলেন, আমি কিছুই জানিনা, তবে গতরাতে মাটির ব্যবসা নিয়ে রাকিবদের সাথে ঝামেলা হইছে শুনছি।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com