বিশেষ সংবাদদাতা
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংসপুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মিখন মাহমুদ (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কংসপুরা পূর্বপাড়ার বাসিন্দা মিখন মাহমুদ দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজার বসিয়ে মাটি কাটার কাজ করে আসছিলেন। শনিবার দুপুরে কংসপুরা গ্রামের উত্তরপাড়ার কয়েকজন ব্যক্তি ওই এলাকায় চায়না প্লাস্টিকের তৈরি ‘চাই’ (মাছ ধরার ফাঁদ) বসিয়ে মাছ ধরতে গেলে মিখন মাহমুদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তরপাড়ার কয়েকজন মিখন মাহমুদকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার পর উভয় পক্ষের লোকজন টেটা ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়, ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর ছিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, “ এখন
পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে স্থানীয়রা এ ধরনের সংঘর্ষ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।