Logo
HEL [tta_listen_btn]

ফার্মগেটে বিয়ারিং প্যাড পড়ে নিহত – পাঠানটুলির, কালাম

বিশেষ সংবাদদাতা
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকার বাসিন্দা ছিলেন এবং তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।
গতকাল রোববার (অক্টোবর ২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আবুল কালাম ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় উপর থেকে পড়ে আসা বিয়ারিং প্যাড তাঁর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজন আরিফ হোসেন জানান, আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন এবং নিয়মিত কাজের জন্য রাজধানীতে যাতায়াত করতেন। দুর্ঘটনার পর তাঁর মোবাইল নম্বর থেকে অপরিচিত একজন ফোন করে ঘটনার খবর দেন। পরে আরিফ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। তিনি আরও জানান, আবুল কালামের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলিতে বসবাস করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভিড় করেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির গভীর শোক প্রকাশ করে বলেন, “নিহত আবুল কালামের দাফন-কাফনের সব ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষ করবে। তাঁর পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া পরিবারে কর্মক্ষম কেউ থাকলে যোগ্যতা অনুযায়ী তাঁকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।”
মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বিয়ারিং প্যাড পড়ার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনা মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com