Logo
HEL [tta_listen_btn]

এনায়েতনগরে মশকনিধন অভিযান

ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিনের নির্দেশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে এনসিপির নেতাকর্মীরা।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের অংশ হিসেবে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ প্রয়োগ করা হয়।
এনসিপি নেতাকর্মীরা জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এলাকায় মশক নিধন এখন জরুরি হয়ে পড়েছে। কিন্তু এলাকা সিটি করপোরেশনের আওতায় না থাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম হয় না। অথচ এনায়েতনগর এখন প্রায় শহর এলাকায় পরিণত হয়েছে, কিন্তু নাগরিক সেবার ঘাটতির কারণে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে।
তারা আরও জানান, জনগণের স্বাস্থ্যসুরক্ষায় এগিয়ে এসেছে এনসিপি। আবদুল্লাহ আল আমিনের নির্দেশে একাধিক ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে ব্যবহার করে মশা নিধন ও ডেঙ্গু লার্ভা ধ্বংসে অভিযান চালানো হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা এনসিপি সদস্য লুবনা রহমান, জোবায়ের হোসেন, তানজিমুল ইসলাম, সোহেল খান সিদ্দিক, উপজেলা যুগ্ম সমন্বয়কারী রাকিবুল ইসলাম, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য ফয়সাল আহমেদ ও শাহাবুদ্দিন শান্ত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com