Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জের মনোনয়নপ্রত্যাশীদের তারেক রহমানের ‘বিশেষ বার্তা’/রিভার্স বিভেদ ভুলে বিএনপিকে শক্তিশালী করুন

নিজস্ব সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ অক্টোবর) রাত আটটার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের সঙ্গে আলাপ করেন দলের এই হাইকমাণ্ড।
এ সময় নারায়ণগঞ্জের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত ছিলেন।
একাধিক সূত্রে জানা যায়, গুলশান কার্যালয়ে নারায়ণগঞ্জের বাইরেও ঢাকা বিভাগীয় আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থেকে এলাকাগুলোতে বিএনপিকে শক্তিশালী করার নির্দেশনা দেন। ব্যক্তিগত বিভেদ ভুলে দলীয় স্বার্থে ৩১ দফা কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকলেই ভার্চুয়ালি তারেক রহমানের দেওয়া বক্তব্য শোনেন এবং তার দিকনির্দেশনা মেনে চলার অঙ্গিকার ব্যক্ত করেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপ্রত্যাশী আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম আজাদ ও বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com