বিশেষ সংবাদদাতা
মা-ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গতকাল (২৬ অক্টোবর) রোববার ভোর থেকে মুন্সিগঞ্জের বাজারগুলো ইলিশ মাছে সয়লাব। পদ্মা ও মেঘনা নদী থেকে ধরা তাজা ইলিশ শহরের প্রধান বাজারসহ জেলার বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। দীর্ঘ নিষেধাজ্ঞার পর বাজারে ইলিশের প্রাচুর্যে ক্রেতা-বিক্রেতার মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জেলেরা মাছ ধরতে নদীতে নেমে পড়েছেন। ফলে ভোর থেকেই মুন্সিগঞ্জ শহরের মাছের বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। সকালে বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশে ঠাসা দোকানগুলো। ক্রেতারাও দামে সাশ্রয়ী এই রুপালি মাছ কিনতে ভিড় করছেন। স্থানীয় ব্যবসায়ী মোঃ রহিম জানান, “নিষেধাজ্ঞার পর প্রথম দিনেই প্রচুর ইলিশ এসেছে। দামও সবার নাগালে।”
মুন্সিগঞ্জের ইলিশ প্রেমীদের মাঝে এই সুখবর ছড়িয়ে পড়েছে দ্রুত। অনেকেই পরিবারের জন্য ইলিশ কিনতে বাজারে ছুটছেন। তবে ক্রেতারা জানান, মাছের গুণগত মান ভালো হলেও দাম আরেকটু কম হলে আরও বেশি মানুষ উপকৃত হতো। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজার মনিটরিংয়ের মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করছে। ইলিশের এই প্রাচুর্য বাজারে উৎসবের আমেজ এনেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।