করোনা ভাইরাস আতংকে আড়াইহাজারে চালের দাম বৃদ্ধি করে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এ খবরের ভিত্তিতে ১৯ মার্চ বৃহস্পতিবার বিকালে ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের ভ্রাম্যমাণ আদালত আড়াইহাজার সদর বাজারের ৩ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেন জানান, আমাদের নিকট অভিযোগ আসছে বাজারে প্রতি বস্তা চালের দাম ৩ থেকে ৪শ টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। এতে করে সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এ খবরের ফলে বৃহস্পতিবার বিকালে বাজারের মদিনা রইস এজেন্সির ২০ হাজার টাকা, মা রাইস এজেন্সির ২০ হাজার ও এ রহমানের চালের দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, একজন ক্রেতার নিকট থেকে অতিরিক্ত মূল্য নেওয়ায় তাৎক্ষনিক তার টাকা ফেরত দেওয়া হয়। ১৫ মার্চ ১৭২০ টাকা যে বস্তা চাল বিক্রি হয়েছে। সেই বস্তা বৃহস্পতিবার ১৯৫০ টাকা বিক্রি হয়েছে বলেও তিনি জানান।
এদিকে মোবাইল কোটের খবর পেয়ে বাজারের বেশীর ভাগ দোকান বন্ধ করে পালিয়ে যায়। এই অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।