রাকিব উদ্দীন : [২] বিশ্বব্যাপি কোভিড-১৯ ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে। তন্মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে বাছাইপর্ব আগামী সেপ্টেম্বরে শুরু করতে চায় দক্ষিণ আমেরিকা। এজন্য ফিফার কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মহাদেশটির শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল।
[৩] ২০২২ বিশ্বকাপের জন্য আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল লাতিন আমেরিকার ১০ দলের বাছাই। করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে।
[৪] বাছাই শেষে এই অঞ্চলের শীর্ষ চার দল পাবে মূল পর্বের টিকেট; পঞ্চম স্থানে থাকা দলকে পেরুতে হবে প্লে-অফ রাউন্ড
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।