Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজার গোপালদী পৌর মেয়রেরবিরুদ্ধে বিক্ষোভ

আড়াইহাজার গোপালদী পৌর মেয়রেরবিরুদ্ধে বিক্ষোভ

আড়াইহাজার থেকে ফিরে সাবিনা আক্তার:

নারায়ণগঞ্জর আড়াইহাজারে গোপালদী পৌরসভার অফিস সদাসদী থেকে রামচন্দ্রীতে স্থানান্তরের চেষ্টা করায় ওই পৌরসভার মেয়র আঃ হালিম সিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শণ করেছে পৌড়সভাবাসী। শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিল প্রদর্শিত হয়।

জানা গেছে, সাবেক সদাসদী ইউনিয়ন পরিষদের অফিসটি বর্তমানে গোপালদী পৌরসভার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। পৌরসভায় উন্নীত হওয়ার পর সদাসদী ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হয়। কিন্তু পৌরসভার বর্তমান মেয়র আঃ হালিম সিকদার জন দূর্ভোগ বাড়িয়ে নিজের সুবিধার্থে উক্ত অফিসটি তার নিজ বাড়ী রামচন্দ্রদীতে স্থানান্তরের চেষ্টা করছেন। এর প্রতিবােেদ কয়েক হাজার জনতা বিক্ষোভ প্রদর্শণ করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনজুর আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারেসুল হক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজুর রহমান মিশু, আওয়ামীলীগ নেতা জহিরুল হক প্রধান, গোপালদী বাজার বণিক সমিতির দপ্তর সম্পাদক মাসুম প্রধান,আওয়ামীলীগ নেতা নৈমুদ্দীন মেম্বার,নাজিমউদ্দীন,রাজিব পোদ্দার, স্বপন সাহা,উত্তম বিশ্বাস, নরেশ সাহা,রতন ভৌমিক প্রমুখ।

মিছিলটি সদাসদী থেকে বের হয়ে গোপালদী বাজার প্রদক্ষিণ করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com