বলতে পারবে কি কেন এমনও হয়?
লেখক কবি মোঃ আবদুল্লাহ আল রাফি
কত শত কথা গুছিয়ে নিয়ে যাই তোমাকে বলব বলে,
কিন্তু তোমাকে দেখলে পরে ভেতরে আমার কি যে হয়ে যায় সবকিছু বড় এলোমেলো হয়ে যায়!
বলতে পারো কি কেনই এমনই হয়?
তোমাকে নিয়ে যত অনুভুতি তা নিয়ে কবিতার মালা গাথি কিন্তু যখনই দিতে যাই সে কবিতা তোমায় তোমায় দেখেই জড়তা এসে যে যায়!
বলতে পারো কি কেন এমনই হয়?
আমার দিন-রাত একাকার বিভোর শুধুই স্বপ্নে তোমার কত আশা কত অনুভূতি আসে কত আবেগের ভাষা মনে ভাসে যখনই তোমার চোখে চোখ রাখি সব ভুলে যাই,
কি যে করি প্রিয়!
বলতে পারো কি কেন এমনই হয়?
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।