স্টাফ রিপোর্টার(দৈনিক দেশের আলো) মঙ্গলবার ২৪ এপ্রিল রাত ১০ টায় সিদ্ধিরগঞ্জ মিজমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ারস্কুলের পাশের একটি স-মিল থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় ।স-মিল থেকে আগুন পাশের একটি আধাপাকা মার্কেটে ছড়িয়ে পড়ে প্রায় অর্ধশতাধিক দোকানে আগুন লেগেযায় ।আগুন নিয়নত্রনে কাজ করছে ,আদমজী ইপিজেড,ডেমরা ও হাজিগঞ্জ ফায়ারসার্ভিসের ৬ টি ইউনিট । আদমজী ইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই জনান ,রাত ১০ টায় আমরা অগ্নীকান্ডের সংবাদ পেয়ে আমাদের সহ বিভিন্ন স্টেশনের ৬ টি ইউনিট আগুন নিয়নত্রনে কাজ করছে ।এ রিপোর্ট লেখাপর্যন্ত তাতক্ষনিক হতাহত ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।