দেশের আলো নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের নমুনা সংগ্রহ শুরু থেকে সকল চিকিৎসা খরচ সরকারিভাবে বহন করা হচ্ছে। যারা পরীক্ষা করতে আসছেন তাদের কাছে থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সব ধরণের খরচ সরকার বহন করছে। শনিবার (১৮ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা একথা বলেন।
এরআগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই অধিবেশনের শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে সাংবিধানিক বাধ্যবাধকতায় ৬০ দিনের মাথায় এবারের অধিবেশন বসে। টানা এক ঘণ্টা চলার পর শেষ হয় ৭ম অধিবেশন। এটি দেশের ইতিহাসে বিরল ঘটনা। শুরুর দিনেই অধিবেশন শেষ।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সকল সেক্টরকে অন্তভুক্ত করে জাতীয় কমিটি করে দিয়েছি। করোনা পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করা হচ্ছে। ইউকেএইড, ইউএসএইডসহ বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সহযোগিতা করছে। করোনার নমুন সংগ্রহে কীটের ঘাটতি নেই উল্লেখ করে বলেন, এ পর্যন্ত আমরা ৯২ হাজার পরীক্ষার কীট সংগ্রহ করেছি। তারমধ্যে থেকে ২০ হাজার বিতরণ করা হয়েছে এবং ৭২ হাজারের মতো মজুদ রাখা হয়েছে। কীট সরবরাহ অব্যাহত রয়েছে। কাজেই কীটের অভাব হওয়ার কোন লক্ষণ নেই
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।