স্টাফ রিপোর্টার: করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রতিটি পাড়া-মহল্লায় দরিদ্র জনগোষ্ঠির সহায়তায় অবস্থাপন্ন ব্যক্তিদের এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।
তিনি বলেন, এ সপ্তাহেই পবিত্র মাহে রমযান শুরু হচ্ছে। এই মুহুর্তে সমাজের প্রতিটি মহল্লার স্বচ্ছল ব্যক্তিরা যদি তার আশপাশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, বিশেষ করে যারা চাইতে পারেন না, হাত পাততে পারছেন না।
সমাজের এমন লোকদের সহায়তার অনুরোধ করেন তিনি। গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ছাড়া নারায়নগঞ্জ শহরের অনেক এলাকায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি।
এসব এলাকায় আমি এবং আমার স্ত্রী-সন্তানরা ব্যক্তিগত উদ্যোগে মোট সাড়ে ২৪ হাজার পরিবারের মাধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রানও আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে বন্টন করছি।
এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দিনরাত কাজ করছেন। আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা এসব উপহার রাতের আঁধারে পৌঁছে দিচ্ছেন এবং আরও বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের এই ত্রাণ গ্রহণ করেছেন।
শামীম ওসমান বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় আছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। কারণ তারা লজ্জায় চাইতে পারছেন না।
আমরা খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মোট ৪০ লাখ টাকা নগদ সহায়তা করেছি।
শামীম ওসমান বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি অবদান রাখা স্বাস্থ্যকর্মীদের জন্য , গণমাধ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আমরা ৫০০ পিপিই, ৫ হাজার মাস্ক ও ৫ হাজার স্যানিটাইজার দিয়েছি।
ব্যক্তিগত পর্যায়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য কাজ করা ৪টি বেসরকারি ডায়াগনেস্টিক সেন্টারের কর্মীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ২টি এম্বুলেন্স সার্বক্ষণিক সেবার জন্য দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার ও আমাদের পক্ষে প্রতিটি ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়া বা খোঁজ নেয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে করোনার প্রকোপের কারণে।
তাই প্রতিটি এলাকায় পাড়া-মহল্লার স্বচ্ছল ব্যক্তিরা যদি এই মুহুর্তে এগিয়ে আসেন তবেই পুরো দেশ হাসবে। মনে রাখবেন, দরিদ্র অসায়দের পাশে দাঁড়িয়ে আপনি তাদের সহায়তা করছেন না, আপনি নিজেই নিজের পাশে দাড়াচ্ছেন। কারণ, অসহায় মানুষের একটি দোয়াই আপনার জীবনকে আনন্দময় ও সফল করে তুলতে যথেষ্ট
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।