নিজস্ব প্রতিবেদক- নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট সাজ্জাদুল হক সুমন যিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আদালতে বিশেষ সুপরিচিত লাভ করেছেন তার কার্যক্রমের মাধ্যমে মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেন, এছাড়া দেশের ভয়ানক করোনা ভাইরাস নিয়ে মানুষ যখন গৃহবন্দী কাজকর্ম বন্ধ হয়ে গেছে সেই মুহূর্তে আড়াইহাজার উপজেলার স্থানীয় সাংসদ জননেতা আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নির্দেশনায় ও আড়াইহাজার উপজেলা যুবলীগের সভাপতি আহামেদুল কবির উজ্জল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এর নেতৃত্বে হাইজাদী ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে যুবলীগের সভাপতি এডভোকেট সাজ্জাদুল হক সুমন ১২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল,পেঁয়াজ,আলু নিজ অর্থায়েন এই দুঃসময়ে তার নিজ এলাকয় অসহায় মানুষের জন্য হাত বাড়িেয় মানুষের দোয়া ও ভালোবাসা পেলেন । এডভোকেট সুমন একজন সচেতন ব্যক্তি সে দেশের এই পরিস্থিতিতে যে কার্যক্রম করেছে তাতে সাক্ষী হয়ে থাকবে এলাকার মানুষের কাছে, যেকোনো সময় যেকোন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত এমনটাই জানিয়ে সাজ্জাদুল হক সুমন বলেন,আমি আমার সাধ্যমত আমার পক্ষ থেকে ১২০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছি যা একমাত্র আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়ের নির্দেশক্রমে ও আমার আড়াইহাজার উপজেলা যুবলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে আমার এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি,তবে বিশেষ প্রয়োজনে আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো ।আড়াইহাজার মাটি ও মানুষের নেতা যিনি মানবতার ফেরিওয়ালা হয়ে এই ভয়ংকর করোনা ভাইরাসের মধ্যেও দিনরাত ছুটেযাচ্ছেন খোজখবর রাখছেন নিজে গিয়ে প্রতিটি ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন আমাদর সকলের অভিবাবক যিন জাতীর পিতা বঙ্গবন্ধুর আদর্ষকে বুকেধারন করে বাংলাদেশের মানবতার মা জন নেত্রী শেখহাসিনার নেতৃত্বে আড়াইহাজারের মাটি ও মানুষকে ভালো রাখার জন্য নিরলস ভাবে কত পরিশ্রম করে যাচ্ছেন আপনারা সবাইতা জানেন । তারি সাথে আড়াইহাজার উপজেলাবাসীর স্বাস্হ্যসেবা নিশ্চিত করতে আমাদের এমপি মহাদয়ের সুযোগ্য স্ত্রী ডা.সায়মা আফরোজ ইভা আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ভাবী আড়াইহাজার সরকারী স্বাস্হ্য কমপ্লেক্সের প্রধান হিসাবে দায়ীত্বভার গ্রহন করে করোনার সাথে যুদ্ধঘোষনা করে প্রতিদিন ছুটে যাচ্ছেন করোনা আক্রান্ত রোগী সহ অন্যান্য সকলের কাছে সচেতন করে তুলছেন মানুষকে এবং স্বাস্হ্যসেবা নিশ্চিত করছেন । আমাদের উপজেলায় এটাই প্রথম, স্বাস্হ্যকমপ্লেক্সের প্রধান এভাবে এলাকায় রোগীর বাড়িগিয়ে তাদের খোজখবর নিয়ে স্বাস্হ্যসেবা দিয়েযাচ্ছেন নিরলস ভাবে, আর তারি ফলশ্রুতিতে আল্লাহররহমতে আড়াইহাজারবাসী ভয়ংকর করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেয়েছে । তাই আমি এই মহান নেতার একজন নগন্য কর্মীহয়ে নিজেকে ধন্যমনে করছি,সেই সাথে আমি আপনাদের সকলের কাছে মননীয় সংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাই আমাদের সবার প্রিয় ভাবী একজন মানবতার সেবিকা ডা.সায়মা আফরোজ ইভার জন্য সবাই দোয়াকরবেন । আল্লাহ যেন সকলকে এই ভয়ঙ্কর করোনাভাইরাস থেকে মুক্তি দান করেন ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।