ঢাকা অফিস: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৪৫ জন।এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ২৫০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন।মঙ্গলবার (১২ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৮৪৫টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি। দেশে এখন ৩৮টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।
এর আগে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছিল, দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪ জন। করোনায় আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা গতকালই ছিল সর্বোচ্চ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।