মোহাম্মদ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি: বিশ্বের এই মহামারীর ক্রান্তিকালে থেমে নেই স্বাস্থ্য বিভাগের কার্যক্রম।বাইর থেকে আসা লোক,আসা লোকদের বাড়ি বাড়ি গিয়ে হোমকোয়ারেন্টেন নিশ্চিত করা,তাদের পরীক্ষা করতে পাঠানো,করোনা পজেটিব রোগিদের সেবা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত।দিনরাত্রি এমন নির্স্বার্থ পরিশ্রম করে যাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।সরকারের সকল বিভাগ সাধারন ছুটি পেলেও, ছুটি নাই স্বাস্থ্য বিভাগের কর্মীদের।কিন্তু কেন এমন?তাদেরও তো আছে পরিবার,আপনজন পরিজন। আজকের সেশনে আগত নারী পুরুষদের মধ্যে করোনাভাইরাস বহনকারী কিনা নিশ্চিত নয়,তারপরও থেমে নাই স্বাস্থ্য সহকারী’দের কার্যক্রম। ইতি মধ্যে সারা দেশে ৩৯ জনের মত স্বাস্থ্য সহকারী আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।এমন ঝুকিঁতে তারপরও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা,চাই তারা নিরাপত্তা,চাই তারা পরিবারের সাথে বাচঁতে। আজকের চিত্র কুতুবজোম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘ/১ ব্লকের টিকাদান কর্মসূচীর কিছু দৃর্শ্য চোখে পড়ল,যেখানে টিকা প্রদান করেন স্বাস্থ্য সহকারী জনাব,জাহাঙ্গীর আলম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।