মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজার শহর ও আশেপাশের এলাকায় করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ২০০ বেডের একটি কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল নির্মাণ করে দিতে UNHCR ও IOM কে অনুরোধ করা হয়েছে। তারা প্রাথমিকভাবে এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক বলেন, দু’টি সংস্থাই জাতিসংঘের অংগ প্রতিষ্ঠান। কক্সবাজারে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে দেওয়ার ব্যাপরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে UNHCR ও IOM উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।