আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন করে আরো ৫৬ জনের শরীরে (কোভিড-১৯) করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৬ জনে। আজ রোববার সন্ধ্যা ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, এ পর্যন্ত ১,৩৫৯ জনের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআরে পাঠানো স্যাম্পলের মধ্যে ২৮ মে পর্যন্ত রিপোর্টে ২০৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তন্মধ্যে ৩৭ জন সুস্থ হয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।