দেশের আলো রিপোর্ট
নারায়ণগঞ্জে ৬০ বছরের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার
করেছে পুলিশ। গত শনিবার সকালে সদর থানার পুরান সৈয়দপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার পুরান সৈয়দপুর এলাকার গফুর মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে পুরান সৈয়দপুর এলাকায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় আলমগীরের বিরুদ্ধে বৃদ্ধার মেয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এসআই শামীম জানান, মানসিক প্রতিবন্ধী ওই বৃদ্ধা প্রায়ই রাতে বাড়ি হতে বের হয়ে এলাকায় ঘুরে বেড়ান। গত ২৮ মে বৃহস্পতিবার রাতে আলমগীর ওই বৃদ্ধাকে রাস্তায় একা পেয়ে তাকে ধরে নিয়ে একটি ফাঁকা জায়গায় ধর্ষণ করে। পরে গত শুক্রবার সকালে বৃদ্ধা ঘটনাটি তার পরিবারকে জানালে তার মেয়ে স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে আলমগীরের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।