Logo
HEL [tta_listen_btn]

উৎসব-বন্ধনের ভাড়া ৫৮ টাকা

উৎসব-বন্ধনের ভাড়া ৫৮ টাকা

শহর সংবাদদাতা
নারায়ণগঞ্জ শহর থেকে গুলিস্তান গামী বাসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় উৎসব-বন্ধন। প্রতিদিন হাজারো যাত্রী নিয়ে সকাল থেকে রাত পর্যন্তসেবা দিয়ে থাকে এ দুটি পরিবহন। অফিসমুখি এবং দৈনন্দিন নানা কাজে অনেকেই নির্ভরশীল এ দুটি পরিবহনের উপর। করোনা ভাইরাসের
সংক্রমণরোধে ২মাসেরও অধিক সময় পর ৬০শতাংশ ভাড়া বৃদ্ধি করে ১জুন থেকে চলবে দেশের সকল গণপরিবহন। এমনই সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সে লক্ষ্যেই নারায়ণগঞ্জে উৎসব ও বন্ধন পরিবহনের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। ১জুন থেকে ৫৮টাকা ভাড়ায় চলবে এ দুটি পরিবহন। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.জিলানী মিয়া লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেন। মো.জিলানী মিয়া জানান, ৬০শতাংশ ভাড়া বৃদ্ধি করে ১জুন থেকে উৎসব ও বন্ধন পরিবহন ৫৮টাকায় তাদের কার্যক্রম শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com