Logo
HEL [tta_listen_btn]

মাস্ক ছাড়াই ঘুরছেন নগরবাসী, সংক্রমণের শংকা

মাস্ক ছাড়াই ঘুরছেন নগরবাসী, সংক্রমণের শংকা

শহর সংবাদদাতা:
প্রাণঘাতি করোনা ভাইরাসে নাকাল পুরো বিশ্ব। বাংলাদেশও এই মহামারি থেকে বাঁচার জন্যে প্রাণপণ লড়াই করে যাচ্ছে। সংক্রমিত এই ভাইরাস থেকে রক্ষা পেতে ডাক্তাররা মাস্ক ব্যবহারের প্রতি জোড় দিলেও নারায়ণগঞ্জের পথে ঘাটে দেখা মিলছে মাস্ক ছাড়া অনেক মানুষের, যারা দিব্যি মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। তাই সংক্রমণের শংকা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। যদিও মাস্ক ব্যবহারের প্রতি কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন তবে তা মানছেন না অনেকেই। সরেজমিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, দৈনন্দিন কাজে রাস্তায় বের হয়েছেন অনেক নগরবাসী। তাদের অনেকে পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে বের হলেও নুন্যতম মাস্ক ছাড়াও পথে ঘুরতে দেখা গেছে অনেক মানুষকে। এতে করে প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে অনেকগুণ। করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে একটানা ৬৬ দিন লকডাউন ছিলো নারায়ণগঞ্জে। তখন স্বাভাবিক চলাফেরায় অনেক বিধিনিষেধ অরোপ ছিলো, কিন্তু বর্তমানে যেনো সব ভুলে যেতে চাইছে নগরবাসী। সচেতনতা তৈরীতে সরকারি বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করলেও তা পুরোপুরি কাজে আসছে না। অনেক অসচেতন মানুষ দিব্যি কোন প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই পথে ঘাটে ঘোরাফেরা করছেন। আর এতে করে প্রাণঘাতি  এই ভাইরাস আরো ছড়িয়ে পরার শংকা দেখা দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com