বন্দর সংবাদদাতা
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকট নিরসনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে স্থানীয় কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার সামগ্রী তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। ৯ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জস্থ কাউন্সিলরের কার্যালয়ে ১০ম ধাপে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল ও ২ কেজি করে আলু। উপহার সামগ্রী বিতরণকালে কাউন্সিলর সাগর সাংবাদিকদের জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে নারায়ণগঞ্জ সিটি মেয়রের নির্দেশে ১৯নং ওয়ার্ডের তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেছি। এই দুঃসময়ে অসহায়রা পরিবাররা উপহার সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী শেখা হাসিনা ও নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. আইভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সংকট যত দিন থাকবে ততদিন পর্যন্ত অসহায়দের পাশে থাকার ঘোষণা দেন তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।