Logo
HEL [tta_listen_btn]

খুলে গেলো না’গঞ্জের তিন এলাকার লকডাউন

খুলে গেলো না’গঞ্জের তিন এলাকার লকডাউন

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের ৩টি এলাকায় করা পরীক্ষামূলক লকডাউন খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাতেই এ লকডাউন খুলে দেওয়া হয়। এতে সকাল থেকেই আবার উন্মুক্ত চলাচল করছে উক্ত এলাকার বাসিন্দারা। এলাকাগুলো হলো আমলাপাড়া, জামতলা ও ফতুল্লার রূপায়ন আবাসিক এলাকা। এবিষয়ে পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল (৯জুন) রাতেই লকডাউন তুলে নেওয়া হয়েছে ওইসব এলাকার। এই লকডাউনটি ছিলো ৩দিনের পরীক্ষামূলক লকডাউন। আমরা এই তিন দিনে দেখেছি, আর আমাদের এই পরীক্ষার ফলাফল কর্মকর্তাদের জানিয়েছি। এখন যে যে স্থানে বেশি রোগী হবে, সেই এলাকাকে রেড জোন করে আমরা সেটাকে লকডাউন করবো। প্রসঙ্গত, এর আগে গত রোববার (৭ জুন) উল্লেখিত ৩টি এলাকাকে জেলা প্রশাসনের নির্দেশে লকডাউন করা হয়েছিল। ওইদিন দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, তিনটি এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় লকডাউন দেয়া হয়েছে। উল্লেখিত এলাকা থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোন ব্যক্তি উক্ত এলাকায় যেতে পারবেন না। উক্ত এলাকায় কোন গণপরিবহন থামবে না। উক্ত এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমান বাজার এর ব্যবস্থা করা হবে। ধর্মীয় উপাসনালয়গুলোতে শুধু কর্মচারীবৃন্দ ছাড়া অন্যান্যদের যাতায়াত আপাতত বন্ধ থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com