Logo
HEL [tta_listen_btn]

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি বাজারের প্রধান সড়ক ভেঙে যানচলাচল বন্ধ

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি বাজারের প্রধান সড়ক ভেঙে যানচলাচল বন্ধ

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি বাজারের আগে প্রধান সড়ক রাস্তা ভেঙে রাস্তার মধ্যে পানি চলাচল,,  ১৮/০৬/২০২০/ আজ মহেশখালী কালারমার ছড়া বর্তমানে ছোট যানবাহন ছাড়া বড় কোন রকম যানবাহন চলাচল করতে পারছেনা,এদিকে মহেশখালীর মানুষ পানের দাম না পাওয়াই হতাশে বুকতেছে তার মধ্যে বৃষ্টির পানির কারণে তাদের পানের বরজ নষ্ট হয়ে যাই, যদিও রাস্তার দুই পাশে গাইড ওয়াল আছে ,, আজকে দুইদিন ধরে মহেশখালীতে প্রচুর বৃষ্টি, যার কারণ আরো অনেক ক্ষতি হওয়া সম্ভবনা আছে,, দুইদিনে মহেশখালী অনেক রাস্তা ভেঙে যাওয়ায় বড় কোন যানবাহন চলাচল করতে পারছেন না, যদি আরো বৃষ্টি হয় ছোট কোন যানবাহন চলাচল করতে পারবে না বলে ধারণা করা যায়, প্রচুর পরিমানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কোন কাজ করতে পারছেন না কেউ,, রাস্তা দুই পাশে কোন রকম বালির বস্তা দিয়ে কোন রকম তারা গাড়ি চলাচল করতে পারে সেই বেবস্তা তারা করে যাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে পান চাষিরা জানান? আমরা এমনিতে পানের দাম পাচ্ছিনা তার মধ্যে আবার পানের বরজ নষ্ট,, তার পাশাপাশি ধান ক্ষেত নষ্ট হয় প্রচুর পরিমাণ ধান ক্ষেত নষ্ট হওয়ায় তারা চাষিরা চিন্তায় আছেন, চাষিদের ধানের দাম নিয়ে কোন অভিযোগ নাই,, ধান চাষি এখন চিন্তা পড়ে গেছেন তাদের ধান ক্ষেত নষ্ট হওয়ায়, অতিরিক্ত বৃষ্টির কারণে মহেশখালীর অনেক ক্ষয় ক্ষতি হয়েছে বলে যানা যায়,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com