Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জের বিসিকে কার্ভাডভ্যানের চাপায় মৃত্যু ঘুমন্ত দুই গার্ডের

না’গঞ্জের বিসিকে কার্ভাডভ্যানের চাপায় মৃত্যু ঘুমন্ত দুই গার্ডের

নিজস্ব সংবাদদাতা :
কর্মব্যস্ত জীবনের সকলেই ব্যস্ত থাকেন নানা ধরনের কাজে। এতে মস্তিষ্ক অবসাদগ্রস্থ হয় এবং আমাদের দেহও দুর্বলতা অনুভত হয়। সেজন্য অনেকেই খুঁজে নেন বিশ্রামের পথ। কিন্তু সেই বিশ্রামই যখন মানুষের জীবনে ডেকে আনে মৃত্যু, এই মর্মান্তিক ঘটনাটি জানতে পেরে অনেকেই হয়ে উঠবেন হতবাক। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের বিসিক এলাকায়। স্থানীয়রা জানিয়েছে, বিসিকের ২নং সড়কের ৫নং গলিতে অবস্থিত লতিফ নিটিং নামক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন রাতের দু’জন অতন্দ্র প্রহরী। প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানের প্রহরী হিসেবে নিয়োজিত ছিলেন আশরাফুল ও লাল চন্দ্র, সোমাবার (২২জুন) রাতেও ডিউটিরত ছিলেন তারা। রাতে আনুমানিক ১টা ৩৫মিনিটে ক্লান্ত অনুভব করলে তারা প্রতিনিয়তই কিছুটা বিশ্রাম নিতেন, ব্যতিক্রম হয়নি রাতেও। অন্যসময় তারা প্রতিষ্ঠানের সিঁড়ির নিচে কিংবা অন্যথায় বিশ্রাম নিলেও রাতে তারা রাস্তায় বিছানা করে শুয়ে পরেন। তাদের এমন চিন্তাভাবনার অন্যতম বিষয় হলো, ৫নং এই গলি দিয়ে কোন পথ নেই এবং কোন গাড়ি সচারচর যাতায়াতও করে না। কিন্তু, সেই ঘুমই যেন হয়ে তাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, ভোর রাত সাড়ে ৪টার দিকে হঠাৎ একটি কার্ভাডভ্যান প্রবেশ করে ওই গলিতে। গলিতে প্রবেশ করলে কাভার্ডভ্যানটি আশরাফুল ও লাল চন্দ্রের উপর দিয়ে উঠিয়ে দেয়। উঠিয়ে দিয়েই থেমে থাকেনি কার্ভাডভ্যানটি, পুনরায় ফেরত আসার সময় আবারও তাদের শরীর রাস্তার সঙ্গে পৃষ্ট করে দেয়। ঘটনাস্থলেই তাদের শরীরের বিভিন্ন অংশ ছিটকে পরে সড়কে চারপাশে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, রাতে ডিউটিরত অবস্থায় রাস্তায় বিশ্রাম গ্রহণ করে লতিফ নিটিংয়ের দু’জন নাইট গার্ড। তাদের ধারণা ছিল যেহেতু সামনে কোন সড়ক নেই তাই কোন যানবাহনও আসবে না। কিন্তু, হঠাতই একটি কাভার্ডভ্যান তাদের উপর দিয়ে উঠিয়ে সামনে অগ্রসর হয়। সামনে কোন পথ না পেয়ে আবারও তাদের উপর দিয়েই পিছনে ফিরে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লতিফ নিটিং মিলের মালিক মাহবুবুর রহমান স্বপন বলেন, ২০১৪ সাল থেকে আশরাফুল ও লাল চন্দ্র আমার প্রতিষ্ঠানে কাজ করে আসছে। বাহিরে ঘুমানোর অনুমতি নেই। কিন্তু, তারা গরমের কারনে বাহিরে ঘুমায়। আমি সকাল ৫টা ৩০মিনিটে খবর পাই, যে তারা মারা গেছেন। বিকেএমইএ’র যে নিয়ম আছে সেটা অনুযায়ী জিএসের সাথে কথা বলে যতটুকু সাহায্য দেয়া দরকার দেব। নারায়ণগঞ্জ বিসিকের সিকিউরিটি ইনচার্জ আনিস জানান, রাত আনুমানিক ১টা ৩৫মিনিটে আনিস নিটিংয়ের দুই নাইট গার্ড সড়কে বিছানা করে ঘুমায়। কাভার্ড ভ্যানের চাপায় তাদের মৃত্যু হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য সাথে সাথেই মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, আশরাফুল (৭০) নাটোরের জেডিজানদেওয়া এলাকার তাইজুদ্দিন আহমেদের ছেলে। লালচন্দ্র (৩৫) নীলফামারি এলাকার শ্রী চন্দ্র রায়ের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com