Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে আরও ২৬ জনের করোনা শনাক্ত মোট ৪৭শ’ ২৬

না’গঞ্জে আরও ২৬ জনের করোনা শনাক্ত মোট ৪৭শ’ ২৬

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২৬ জনের শরীরে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪হাজার ৭২৬। মঙ্গলবার (২৩ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (২২ জুন সকাল ৮টা হতে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় ২৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২২৬৩২জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ২৬জন, মোট আক্রান্ত ৪৭২৬ জন। নতুন আরও কোন সুস্থ নেই, মোট সুস্থ ২৪৭১ জন। নতুন করে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি, মোট মৃত্যুর সংখ্যাটা ১০৭। নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪৫৯, বন্দর উপজেলায় ১৫৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৬০৮, রূপগঞ্জ উপজেলায় ৯৬২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৩১ ও সোনারগাঁ উপজেলায় ৪০৯ জন। পুরো জেলায় ৪৭২৬ জন। এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৫৯ ও সোনারগাঁ উপজেলায় ১৭৪ জন। পুরো জেলায় ২৪৭১ জন। এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৮, রূপগঞ্জ উপজেলায় ৮, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২ ও সোনারগাঁ উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ১০৭ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com