Logo
HEL [tta_listen_btn]

হাজীগঞ্জ-কিল্লারপুর নলখালী খালের সংস্কার কাজের উদ্বোধনে ব্যয় হবে ৪ কোটি টাকা

হাজীগঞ্জ-কিল্লারপুর নলখালী খালের সংস্কার কাজের উদ্বোধনে ব্যয় হবে ৪ কোটি টাকা

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জে ডিএনডি বাসির জলাবন্ধতা নিরশনের লক্ষ্যে নাসিক ৪ কোটি টাকা বেয়ে হাজীগঞ্জ-কিল্লারপুর নলখালী খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বেলা ১১ টার হাজীগঞ্জ বাজারা রেললাইল এলাকার এ কাজ উধবোধন করে প্যানেল মেয়র ও নারী কাউন্সিলর মিনুয়ারা বেগম মিনু ১১ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ জমশের আলী জন্টু, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, নাসিক ইঞ্জিনিয়র নাজমুল ও যুবলীগ নেতা জামানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধারা। এসময় প্যানেল মেয়র মিনুয়ারা বেগম মিনু বলেন, এই খালটি খনন হলে ডিএনডি’র জলাবন্ধতা অনেক নিরশন হবে।নাসিক চেষ্টা করছে নারায়ণগঞ্জে সকল খাল সংস্কারের। সকল অবৈধ দখলদারদের হাত থেকে খালগোলো উদ্ধারের। স্থানীয় কাউন্সিলর আলহাজ¦ জমশের আলী জন্টু বলেন, এই নলখালী খালটি সংস্কার করা হলে তল্লা, পশ্চিম তল্লা, খানপুরসহ আশপাশের জনগন আর জলাবন্ধতার মধ্যে থাকতে হবেনা। মহানগর যুবলীগের সহ সভাপতি কামরুল হুদা বাবু বলেন, এই খালটি সোয়া ১ কিলোমিটার। খালটির এক পাশ দিয়ে ৮ ফুটের রাস্তা হবে। দুই পারের সুন্দর করা হবে। খালটির সংস্কারের প্রায় ৪ কোটি টাকা বরাদ্ধা করেছে নাসিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com