Logo
HEL [tta_listen_btn]

সংস্কারের অভাবে বন্দরের কল্যান্দী হইতে সাবদী রাস্তাটি মরন ফাঁদে পরিণত

সংস্কারের অভাবে বন্দরের কল্যান্দী হইতে সাবদী রাস্তাটি মরন ফাঁদে পরিণত

বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী হইতে সাবদী সড়কের প্রায় ৪ কিলোমিটারের রাস্তাটি সংস্কারের অভাবে মরন ফাঁদে পরিণত হয়েছে। এমন অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকার পরও প্রতিদিন মারাতœক ঝুঁকিনিয়ে এ সড়ক দিয়ে শত শত বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। এসব যানবাহন প্রতিদিন এ রুট দিয়ে চলাচল করার কারণে রাস্তাটির অধিকাংশ এলাকা জুরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের বিভিন্ন যানবাহনের চালকগন রাস্তা খারাপ থাকার কারণে কোন না কোন স্থানে দূর্ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বর্ষা মৌসুমে অতিরুক্ত বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এছাড়াও বিভিন্ন মালবাহি ট্রাক ও অন্যান্য যানবাহন অতিরুক্ত মাত্রায় চলাচলের কারণে রাস্তাটি ব্যবহারের সম্পর্ন অনোপযোগী হয়ে গিয়েছে। বিকল্প রাস্তা না থাকার কারণে কল্যান্দী, আদমপুর, নয়ানগর, দিঘলদীসহ আশপাশের এলাকার হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাধ্য হয়ে উক্ত রাস্তা দিয়ে চলাচল করে আসছে। রাস্তাটি দ্রæত সংস্কার করার জন্য স্থানীয় এমপি সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী এলাকাবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com